বাংলাদেশে জয়ার প্রথম ওয়েব সিরিজ, কবে আসছে

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জয়া আহসান নামের সঙ্গে ভালো ভালো কাজের তকমা যুক্ত হয়েছে অনেক আগে থেকেই। পুরস্কার ও প্রশংসা—এসবও যুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতা থেমে নেই। বাংলাদেশে কিংবা কলকাতায় একের পর এক নতুন কাজ দিয়ে আলোচনায় থাকছেন দুই বাংলার দর্শকপ্রিয় এই অভিনয়শিল্পী।

জয়া আহসান তার অভিনয় ক্যারিয়ারে প্রথমবার নিজ দেশে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেটি আগামী ২৮ মার্চ হইচইয়ে মুক্তি পাচ্ছে।

'জিম্মি' নামের ওয়েব সিরিজ পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এটি জয়া আহসানের ক্যারিয়ারে এদেশের প্রথম ওয়েব সিরিজ। একইসঙ্গে আশফাক নিপুণের পরিচালনায়ও এটি তার প্রথম কাজ।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

জয়া আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের দেশের জন্য করা প্রথম ওয়েব সিরিজ হচ্ছে 'জিম্মি'। সেজন্য অনেক ভালো লাগা কাজ করছে। আশফাক নিপুণের সঙ্গেও আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ এটি। ইচ্ছে ছিল, দেশেরটা যদি করি ভালোভাবেই শুরু করব। সেভাবেই শুরুটা হলো।

আশফাক নিপুণ এই সময়ের আলোচিত পরিচালক। তার সম্পর্কে জয়া আহসান বলেন, আশফাক নিপুণ একজন পরীক্ষিত পরিচালক। মহানগর তার আলোচিত কাজ। আরও অনেক আলোচিত কাজ করেছেন। তার কাজের ধরন আলাদা। দর্শকরা তার কাজের সঙ্গে পরিচিত।

'জিম্মি' ওয়েব সিরিজের গল্প নিয়ে জয়া আহসান বলেন, এটি অন্য ধাঁচের গল্প। অনেক ভালো গল্প। শক্তিশালী গল্প। সবার ভালো লাগবে। দর্শকদের মতো আমিও জিম্মির জন্য অপেক্ষা করছি।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

এক প্রশ্নের জবাবে জয়া বলেন, জিম্মি আমার ভীষণ ভালো লাগার একটি কাজ। পরিচালক যেমন যত্ন নিয়ে কাজটি করেছেন, আমরাও ভালোবাসা নিয়ে শুটিং করেছি।

'দর্শকরা সবসময় যেরকম আমাকে ভিন্ন ভিন্ন গল্পে ও চরিত্রে দেখেন, জিম্মিতেও ভিন্নভাবে দেখবেন। কাজটি করে আমি হ্যাপি। চরিত্রটি আমাকে মুগ্ধ করেছে', বলেন তিনি।

দর্শকদের প্রতি আপনার প্রত্যাশা কী, জানতে চাইলে তিনি বলেন, দর্শকরা ভালো কাজ দেখেন। তাদের বলব 'জিম্মি' দেখুন, ভালো লাগবে।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্যদিকে তার অভিনীত 'বাগানবিলাস' নামের মিউজিক্যাল ফিল্মটি প্রচারিত হয়েছে কিছুদিন আগে। পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম। 'বাগানবিলাস' বেশ প্রশংসা কুড়িয়েছে।

জয়া আহসান অভিনীত এবং নুহাশ হুমায়ূন পরিচালিত ২ষ সম্প্রতি প্রচার হয়েছে। ২ষ সিরিজের বেসুরা পর্বেও জয়ার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

এদিকে জয়া আহসান সম্প্রতি নেদারল্যান্ডস ঘুরে এসেছেন। তার অভিনীত কলকাতার বাংলা সিনেমা 'পুতুল নাচের ইতিকথা' সেখানকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করেছে।

ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে এবারও মনোনয়ন পেয়েছেন জয়া আহসান।

'ভালো লেগেছে খবরটি শুনে। সব মিলিয়ে অনেক আনন্দিত', বলে এই অভিনেত্রী।

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

2h ago