সিপিবি কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার

সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ও সেনা সদস্যদের অবস্থান নিতে দেখা যায় সিপিবি অফিসের সামনে। ছবি: পলাশ খান/স্টার

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় ঘেরাওয়ের হুমকির পরিপ্রেক্ষিতে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ও সেনা সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যেই সকাল ১০টা ৪০ মিনিটে সিপিবি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন করা হয়। মাগুরায় আট বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে এটি ছিল দলটির পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম কালো পতাকা উত্তোলন করেন এবং সমাবেশে বক্তব্য রাখেন।

তিনি বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দেশের প্রতিটি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এর আগে সকাল থেকে সিপিবি নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে তাদের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তাদের আশঙ্কা ছিল, সেখানে হামলা হতে পারে। অনেকেই সারারাত সেখানে অবস্থান করেছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো সকাল ১১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে।

তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেন এবং মাগুরায় ধর্ষণসহ দেশের সব নারী নির্যাতন, হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় বিচার চান।

তাদের অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের, বিশেষত মেয়ে ও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago