জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় বাজেট বরাদ্দের আহ্বান সিপিডির

সিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান। ছবি: স্টার

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য ২০২৫-২৬ অর্থবছরের আসন্ন জাতীয় বাজেটে অনুদান বরাদ্দের সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) কার্যালয়ের প্রতিবেদনকে উদ্ধৃত করে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'জুলাই আন্দোলনের সময় প্রায় এক হাজার ৪০০ জন নিহত এবং ১৪ হাজার ২৫ জন আহত হন।'

আজ রোববার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে বাজেট সুপারিশ উপস্থাপনের সময় তিনি বলেন, 'এসব ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য তহবিল বরাদ্দ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

গণঅভ্যুত্থানে আহত বা অঙ্গ হারানো যারা এখনো স্নাতক ডিগ্রি সম্পন্ন করেননি, এই ডিগ্রি সম্পন্ন করা পর্যন্ত তাদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে একটি বৃত্তি কর্মসূচি চালু করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে সিপিডি।

এছাড়াও, সিপিডি আসন্ন বাজেটে ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করার সুপারিশ করেছে।

পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য করপোরেট করের হার বিদ্যমান ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেছে তারা।

আমদানি করা বিদেশি বইয়ের ওপর সমস্ত কর অব্যাহতি দেওয়ার পরামর্শও দিয়েছে সিপিডি।

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

11h ago