২০১৯ সালের যে ঘটনায় ধোনি বললেন, ‘বড় ভুল ছিল’

শান্ত মাথার অধিনায়কের প্রসঙ্গ এলেই মহেন্দ্র সিং ধোনির নাম উঠে আসে। ক্যাপ্টেন কুল নামে পরিচিত ভারতের এই কিংবদন্তি মেজাজ হারিয়ে বসেছিলেন ২০১৯ আইপিএলে। খেলা চলাকালীন মাঠের ভেতরে ঢুকে পড়ার মতো কাজ করে ফেলেছিলেন তিনি। ধোনির মতো একজন কীভাবে তা করলেন, সেটি বেশ বিস্ময়কর ছিল। ছয় বছর পর ওই ঘটনায় ফিরে তাকিয়ে ধোনি জানালেন, সেদিন বড় ভুল হয়েছিল তার।
২০১৯ আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ ওভারে ১৮ রানের প্রয়োজনে ব্যাটিংয়ে ছিল চেন্নাই সুপার কিংস। বেন স্টোকসের ওভারে শেষ তিন বলে ৮ রানের প্রয়োজন যখন, তখন মিচেল স্যান্টনারের সামনে আসা একটি ফুলটসে নো বল নিয়ে শুরু হয়েছিল তর্ক-বিতর্ক।
প্রথমে নন স্ট্রাইক প্রান্তে থাকা আম্পায়ার উলহাস গান্ধে নো বলের ইশারা দিয়ে ফেলেন। কিন্তু স্কয়ার লেগে থাকা অন্য আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড উল্টো সিদ্ধান্ত দেন। নো বল দেওয়া হয়নি তাই। এরপর মাঠে থাকা দুই ব্যাটার তর্কে জড়িয়ে পড়েন।৷ কিছুক্ষণ পর ডাগআউট থেকে সোজা মাঠে ঢুকে পড়েন ধোনি। ক্ষুব্ধ চেন্নাই অধিনায়কের কথা চালাচালি চলে দুই আম্পায়ারের সঙ্গে। শেষমেশ সিদ্ধান্তে কোন পরিবর্তন আসেনি।
ম্যাচশেষে হাসিমুখেই অবশ্য মাঠে ঢুকেছিলেন ধোনি। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দিয়েছিলেন স্যান্টনার। অবশ্য আচরণবিধি লঙ্ঘনের জন্য ধোনির ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
২০২৫ আইপিএলের আগে সম্প্রতি মাস্টারকার্ডের একটি অনুষ্ঠানে ধোনির ক্যারিয়ারের বিতর্কিত দিনটি ফিরে এসেছে। কখনো কি মেজাজ হারিয়েছেন? সঞ্চালকের এমন প্রশ্নে ধোনি উত্তর দেন, 'অনেকবার, অনেকবার হয়েছে।'
'এটা ঘটেছিল আইপিএলের একটি ম্যাচে, আমি মাঠের ভেতর ঢুকে পড়েছিলাম। তো সেটা আমার বড় একটি ভুল ছিল। এর বাইরেও কিছু ঘটনা ছিল। আমরা এমন একটা খেলা খেলি, যেখানে অনেক কিছু জড়িত থাকে। আপনাকে প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামতে হয়। আপনাকে অনেক কিছু সামলাতে হয়।', যোগ করেন ধোনি।
অধিনায়ক হিসেবে ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ধোনি আরও বলেন, 'এ কারণেই আমি বলি, যখন আপনি কিছু নিয়ে খুশি নন, কোন কিছু নিয়ে রেগে যান বা হতাশ হয়ে পড়েন, তখন চুপ থাকাই ভালো। কিছুক্ষণের জন্য এর থেকে দূরে থাকুন, গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। এটা অনেকটা চাপ সামলানোর মতোই। আপনি যদি ফলাফলের ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন, তাহলে এটা সাহায্য করে। সিদ্ধান্ত গ্রহণে আপনার আবেগের কখনো প্রভাব ফেলা উচিত নয়।'
৪৩ বছর বয়সী ধোনি আগামী আইপিএল খেলতে ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। ২০২৫ আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচ ২৩ মার্চ। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্স।
Comments