ভারত-ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে ২ জাহাজ চট্টগ্রামে

ভিয়েতনাম থেক চাল নিয়ে এসেছে জাহাজ। ছবি: সংগৃহীত

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার মেট্রিকটন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সাড়ে ২২ হাজার মেট্রিকটন সেদ্ধ চাল এসেছে।

অপরদিকে ভিয়েতনাম থেকে জি-টু-জি চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিকটন আতপ চাল এসেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে ইতোমধ্যে খালাস কার্যক্রম শুরু হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। 

উল্লেখ্য, ভিয়েতনাম থেকে জি-টু-জি ভিত্তিতে মোট এক লাখ মেট্রিকটন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিকটন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

14h ago