২৫ মার্চ জাতীয় সঙ্গীত শুনলে হামজার গায়ে কাঁটা দিবে: জামাল

এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর। সেদিন খেলা শুরুর আগে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেজে উঠবে, তখন ইংল্যান্ড প্রবাসী তারকার গায়ে কাঁটা দিবে বলে মনে করেন জামাল ভূঁইয়া।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন হামজা। লেস্টার সিটির পক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার খেলার অভিজ্ঞতাসম্পন্ন ২৭ বছর বয়সী ফুটবলারের সঙ্গে তখন ছিলেন অধিনায়ক জামাল ও কোচ হাভিয়ের কাবরেরা।
হামজার মতো জামালও প্রবাসী। তার বেড়ে ওঠা ডেনমার্কে। ২০১৩ সাল থেকে বাংলাদেশ দলে খেলা ৩৪ বছর বয়সী মিডফিল্ডার এখন আছেন দলনেতার ভূমিকায়। তার মতে, আন্তর্জাতিক অভিষেকের ম্যাচে শেকড়ের টান তীব্রভাবে অনুভব করবেন হামজা, 'হামজাকে আপনারা যেভাবে স্বাগত জানাচ্ছেন, তা অসাধারণ। এটা সারা বিশ্বে (ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি) অন্য ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে। আগামী ২৫ মার্চ যখন সে জাতীয় সঙ্গীত শুনবে, তখন নিশ্চয়ই হামজার গায়ে কাঁটা দিবে।'
বাংলাদেশের প্রতিপক্ষে ভারতের সেরা তারকা সুনীল ছেত্রী। অবসর ভেঙে দলে ফিরেছেন তিনি। ৪০ বছর বয়সী ফরোয়ার্ডের নামের পাশে রয়েছে ৯৪ গোল। তাকে যথাযথ সম্মান দিলেও দুজনের মধ্যে তুলনায় হামজাকে এগিয়ে রাখেন জামাল, 'আমার মনে হয় না ছেত্রীকে হামজার সঙ্গে তুলনা করা যেতে পারে। ছেত্রী তার দেশের জন্য যা করেছে, সেটা অসাধারণ। কিন্তু সত্যি বলতে, হামজা প্রিমিয়ার লিগের একজন খেলোয়াড়।'
প্রায় ২২ বছর আগে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘদিনের জয়খরা এবার কাটাতে মুখিয়ে আছেন জামাল, 'আমাদের খুব ভালো মানসিক অবস্থায় আছি। কোচ যেমনটা বলেছেন, আমরা ভারতের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। হয় পুরোটা অর্জন করব অথবা কিছুই না। এই কক্ষে থাকা সবাই ভারতকে হারাতে চায়। আমার মনে হয়, এবার আমরা তাদেরকে হারাতে যাচ্ছি।'
Comments