তামিমের জ্ঞান ফিরেছে, পরিবারের সঙ্গে কথা বলেছেন

ছবি: ফিরোজ আহমেদ

সফল স্টেন্টিং অস্ত্রোপচারের (রিং পরানোর) পর কেপিজে স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল। আশার খবর হলো, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জ্ঞান ফিরে পেয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের এই ওপেনার অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকরা নিশ্চিত করেন, তার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়েছে।

তামিমের সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মারুফ। তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, দুপুরের দিকে সিসিইউতে তামিম জ্ঞান ফিরে পেয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

তিনি যোগ করেছেন, যদিও তামিমের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, তবুও তিনি পরবর্তী ৪৮ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

এর আগে কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, তামিমের স্টেন্টিং খুব ভালো ও কার্যকরভাবে করা হয়েছে। তার হার্টের ব্লক পুরোপুরি দূর হয়ে গেছে। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। তার অবস্থা অনুকূলে আছে।

সকালে সাভারের বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে যান তামিম। মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। এরপর খেলতে নেমে কিছুক্ষণ পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।

তৎক্ষণাৎ স্থানীয় কেপিজে হাসপাতালে যাওয়ার পর মাঠে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু সেখানে থাকা চিকিৎসকরা তখন দ্রুত আগের ওই হাসপাতালেই তার চিকিৎসা করানোর পরামর্শ দেন।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

2h ago