এশিয়ান কাপ বাছাইপর্ব

বাংলাদেশের আশার নাম হামজা

Sunil Chhetri and Hamza Choudhury
দুই দলের দুই তারকা। ভারতের সুনীল ছেত্রী ও বাংলাদেশের হামজা চৌধুরী।

যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে র‍্যাঙ্কিং এবং পারফরম্যান্সের বিশাল ব্যবধান রয়েছে, তবুও দুই প্রতিবেশী দেশের ম্যাচগুলো বছরের পর বছর ধরে কিছু রোমাঞ্চকর প্রতিযোগিতা উপহার দিয়েছে। পরিসংখ্যানগতভাবে দেখলে শিলং-এ বাংলাদেশের বিপক্ষে আজকের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারত স্পষ্টতই ফেভারিট। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে তারা। দুই দেশের ৩১টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৩ ম্যাচ, বাংলাদেশ জিতেছে কেবল দুইটিতে। বাকিগুলো হয়েছে ড্র।

তবে সাম্প্রতিক ফলাফলগুলো বেশ কাছাকাছি লড়াইয়ের আভাস দেয়। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ড্র হয়েছে এবং ভারত অন্যটিতে ২-০ গোলে জিতেছে।

হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে বাংলাদেশের আত্মবিশ্বাস এবং মাঠের পারফরম্যান্সকে বাড়িয়ে তুলবে। তবে ভারতেরও সুনীল ছেত্রীর মতো একজন তারকা খেলোয়াড় আছেন। ৪০ বছর বয়সী বেঙ্গালুরু এফসি ফরোয়ার্ড এই মাসের শুরুতে অবসর ভেঙে ফিরে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ড চোখ ধাঁধানো। লাল-সবুজ জার্সিধারীদের বিপক্ষে ভারতের শেষ ছয়টি গোলের মধ্যে পাঁচটিই তার করা।

প্রস্তুতির দিক থেকে দুই দল বিপরীত প্রান্তে দাঁড়িয়ে। গত সপ্তাহে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জয়ের মাধ্যমে ছেত্রীর প্রত্যাবর্তন ভারতকে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ জয়হীন থাকার ধারা কাটায়। অন্যদিকে বাংলাদেশ সৌদি আরবে তাদের ১২ দিনের প্রস্তুতি শিবিরে একটি একাডেমি দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ ছাড়া আর কোনো অনুশীলন ম্যাচ খেলেনি।

আগের বছর ফলাফলে উন্নতির পর ২০২৪ সালের ফলাফলও খুব বেশি ইতিবাচক নয়। তবে বাংলাদেশ দল এবং ভক্তদের আশা হামজার অন্তর্ভুক্তি শিলংয়ে একটি ইতিবাচক ফলাফল দিয়ে ফুটবলে নতুন পুনরুত্থান শুরু করবে।

পরিসংখ্যানের আলোয় বাংলাদেশ-ভারত ফুটবল দ্বৈরথ

এশিয়ান কাপ বাছাইপর্ব (গ্রুপ-সি)

ভেন্যু-শিলং

খেলা শুরু: সন্ধ্যা সাড়ে ৭টা

খেলা সরাসরি দেখাবে: টি-স্পোর্টস, স্টার স্পোর্টস ৩

গ্রুপের অন্য দল: হংকং, সিঙ্গাপুর।

বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিং: ১৮৫

কোচ: হ্যাভিয়ের কাবরেরা

অধিনায়ক: জামাল ভূঁইয়া

এশিয়ান কাপে অংশগ্রহণ: একবার (১৯৮০)

ভারত

ফিফা র‍্যাঙ্কিং: ১২৬

কোচ: মানলো মার্কেজ

অধিনায়ক: সন্দেশ জিঙ্গান

এশিয়ান কাপে অংশগ্রহণ: পাঁচ বার (১৯৬৪, ১৯৮৪, ২০১১, ২০১৯, ২০২৩)

মুখোমুখি লড়াই

ম্যাচ: ৩১

বাংলাদেশের জয়: ২

ভারতের জয়: ১৩

ড্র: ১৬

সর্বশেষ পাঁচ ম্যাচের ফল

২০২১ এশিয়ান কাপ বাছাইপর্ব: ভারত ২-০ বাংলাদেশ

২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১-১ বাংলাদেশ

২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব: ভারত ১-১ বাংলাদেশ

২০১৪ ফিফা প্রীতি ম্যাচ: ভারত ১-১ বাংলাদেশ

২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১-১ বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

3h ago