বেতনভাতার দাবিতে সচিবালয়ের দিকে যাওয়া শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সচিবালয়ের সামনে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: আনিসুর রহমান/স্টার

বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটিসহ বিভিন্ন দাবিতে শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ছবি: আনিসুর রহমান/স্টার

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে পোশাক শ্রমিকদের একটি মিছিল সচিবালয়ে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।'

ছবি: এমরান হোসেন/স্টার

এসময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় বেশ কয়েকজন পোশাক শ্রমিকও আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ছবি: এমরান হোসেন/স্টার

ঢামেকে চিকিৎসাধীন আমিনুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক জানান, 'আমরা ন্যায্য দাবি নিয়ে সচিবালয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের অন্যায়ভাবে পিটিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।'

বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা এখন শ্রম ভবনের সামনে অবস্থান করছেন।

Comments