ডি ককের ব্যাটে ফুরিয়ে না যাওয়ার গান

এসএ টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ছিলো ভীষণ সাদামাটা, আইপিএলের প্রথম ম্যাচেও হন ব্যর্থ। কুইন্টেন ডি কক কি তবে সেরা সময় পেরিয়ে এসে ফুরিয়ে গেলেন? এমন প্রশ্নের ভিড় বাড়তে দিলেন না বাঁহাতি ব্যাটার। ট্রিকি উইকেটে দলের ভীষণ প্রয়োজনে চওড়া হলো তার ব্যাট। এই প্রোটিয়া ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
গৌহাটিতে বুধবার আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কেকেআর। আগে ব্যাট করে বরুণ চক্রবর্তী ও মঈন আলির স্পিনে কাবু হয়ে ১৫১ রান করতে পারে রাজস্থান।
ওই পুঁজি পেরুতে ১৫ বল কম লেগেছে কেকেআরের। ৬১ বলে ৮ চার, ৬ ছক্কায় ৯৭ রানে ইনিংস খেলে ম্যাচ শেষ করে দেন ডি কক। টি-টোয়েন্টিতে প্রোটিয়া ব্যাটার আট ম্যাচ পর ছাড়ান পঞ্চাশ, একটুর জন্য তিন অঙ্কের দেখা পাননি লক্ষ্যটা আরও বড় না হওয়ায়।
রান তাড়ায় সুনিল নারাইনের চোটে একাদশে আসা মঈনকে নিয়ে নামেন ডি কক। ৫ রান করে মঈন রান আউট হন সপ্তম ওভারে। ততক্ষণে স্কোরবোর্ডে ৪১ রান এনে ফেলেছেন ডি কক। অধিনায়ক আজিঙ্কা রাহানে তিনে এসে ১৫ বলে ১৮ করে থামার পর আঙ্কৃশ রাঘুবংশীকে নিয়ে ম্যাচ শেষে করে দেন ডি কক। রাঘুবংশী অপরাজিত থাকেন ১৭ বলে ২২ রানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগাতে পারেনি রাজস্থান। প্রথম তিন ব্যাটারই শুরুটা পেয়েছিলেন, কিন্তু যশ্বসি জয়সওয়াল (২৪ বলে ২৯), সঞ্জু স্যামসন (১ বলে ১৩) ও রিয়ান পরাগ (১৫ বলে ২৫) থামেন থিতু হয়ে। মাঝের ওভারে বরুণ, মঈনের স্পিন হয়ে যায় দুর্বোধ্য। বরুণ ১৭ রানে ২ ও মঈন ২৩ রানে নেন ২ উইকেট। ধ্রুব জুরেলের ২৮ বলে ৩৩ ও জোফরা আর্চারের ৭ বলে ১৬ রানে ভর করে দেড়শো পার করে রাজস্থান। সেটা আটকানো বোলারদের জন্য সম্ভব ছিলো না।
Comments