আফরান নিশোর নতুন চমক, গাইলেন নিজের সিনেমার গান

ছবি: সংগৃহীত

অভিনয়ের চেনা গলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে আফরান নিশো এবার ঈদের সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন।

বুধবার 'দাগি' সিনেমার গানটি অনলাইনে প্রকাশ পেয়েছে।

রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

গানের কথা—'তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি'।

নিশো বলেন, 'এটা আমার জন্য এক রকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল।'

'এক সময় আমার কাছে জানতে চাওয়া হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়? গানটিতে কণ্ঠ দেওয়ার কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই রাজি হয়েছি। পরে আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই,' বলেন তিনি।

শিহাব শাহীন পরিচালিত 'দাগি' সিনেমার আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago