আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

দরিভাল জুনিয়র। ছবি: এএফপি

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে মনে হচ্ছিল ছোট কোনো দল। ছন্নছাড়া পারফরম্যান্সে চার গোল হজম করে স্রেফ বিধ্বস্ত হয় তারা। তখন থেকেই সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রকে বাদ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তিনদিনের ব্যবধানে শেষমেশ সত্যি হলো সেই জল্পনাকল্পনা।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে দরিভালকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। গত বছরের জানুয়ারিতে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু দলকে সঠিক পথের দিশা দিতে পারেননি। তার অধীনে ১৬ ম্যাচ খেলে সাতটি করে জয় ও ড্র পেয়েছে ব্রাজিল। হেরেছে দুটিতে, যার শেষটি ছিল গত বুধবার আর্জেন্টিনার মাটিতে ৪-১ ব্যবধানে।

দরিভালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিবৃতিতে নতুন কোচ খুঁজে বের করার কথা বলা হয়েছে, 'ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।'

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ছয় মাস কাজ করেন। এরপর দরিভাল পূর্ণ মেয়াদে কোচ হলেও ১৫ মাসও টিকতে পারলেন না।

শুরুতে সাফল্য পেলেও ৬২ বছর বয়সী দরিভাল খেই হারান দ্রুতই। গত বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে পরাস্ত হয়ে ছিটকে যায় ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইপর্বে তাদের ভোগান্তি তো চলছেই! ১৪ ম‍্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে দলটি।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর মতে, দরিভালের স্থলাভিষিক্ত হওয়ার জন্য কার্লো আনচেলত্তি এখনও ব্রাজিলের প্রথম পছন্দ। আগেও একাধিকবার জোরেশোরে উচ্চারিত হয়েছে তার নাম। তবে এক্ষেত্রে এখন বড় বাধা রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ। এই বর্ষীয়ান ইতালিয়ান কোচের সঙ্গে স্প্যানিশ ক্লাবটির চুক্তি রয়েছে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত। তাই শিগগিরই তার ব্রাজিলের দায়িত্ব নেওয়াটা জটিল হতে পারে।

নতুন কোচ হিসেবে সিবিএফের বিবেচনায় আরও আছেন জর্জে জেসুস ও ফিলিপে লুইস। পর্তুগিজ কোচ জেসুস বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের দায়িত্বে। তবে এখানে আছে ঝামেলা। ব্রাজিলিয়ান তারকা নেইমার যখন আল হিলালে ছিলেন, তখন তার সঙ্গে বিরোধ ছিল জেসুসের। অন্যদিকে, ব্রাজিলের সাবেক ডিফেন্ডার লুইস এখন স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ। গত সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যেই তিনটি ট্রফি জিতেছেন তিনি।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago