মেসির চোট ও পরবর্তী ম্যাচ খেলা নিয়ে যা বললেন মায়ামি কোচ

এক গোলে এগিয়ে থাকা অবস্থায় মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোল করে ব্যবধান বাড়ান লিওনেল মেসি। পরে ফিলাডেলফিয়া একটি গোল করলে মেসির সেই গোলই হয়ে দাঁড়ায় জয়সূচক গোল। অথচ চোট থেকে সদ্যই মাঠে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। পুরো ম্যাচ খেলার মতো ফিটও ছিলেন না।

শঙ্কা কাটিয়ে ম্যাচের ৫৫তম মিনিটে মাঠে নেমে নিজের চেনা ছন্দেই ছিলেন মেসি। একটি গোল করলেও সতীর্থরা মিস না করলে নামের পাশে থাকতে পারতো একাধিক অ্যাসিস্টও। দারুণ দুটি সুযোগ তৈরি করে দিলেও তা থেকে গোল আদায় করতে পারেননি লুইস সুয়ারেজ। 

এদিন ম্যাচের ৫৭তম মিনিটেই গোল পান মেসি।  লুইস সুয়ারেজের পাস পেয়ে তিনি এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে বল পাঠান জালের নিচের বাঁ কোণে। গোলের পর মেসি ভক্তদের দিকে দৌড়ে হাত মেলান, তারপর সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করেন। এটা মায়ামির হয়ে চলতি মৌসুমে তার ষষ্ঠ ম্যাচে পঞ্চম গোল।

ম্যাচ শেষে মেসিকে নিয়ে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, 'সে খুব ভালো অনুভব করছিল।' মাসচেরানো আরও জানান, মেসিকে ৩০-৩৫ মিনিট খেলানোর পরিকল্পনা ছিল। ক্লাব থেকে জানানো হয়েছিল, মেসির বাম ঊরুর অ্যাডাক্টর পেশিতে হালকা চোট রয়েছে। তবে অতিরিক্ত সময় সহ মেসি খেলেছেন ৪৫ মিনিট।

শনিবারের ম্যাচ ছিল মায়ামির জন্য ১৬ দিনে পাঁচ ম্যাচের সূচির প্রথমটি। তাই মেসির খেলার সময়সীমা এখনো নিয়ন্ত্রিত থাকতে পারে, যেন তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন। তাই পরবর্তী ম্যাচের জন্য লস অ্যাঞ্জেলেস সফরে যাবেন কি-না এ নিয়ে সন্দেহ থেকেই যায়।

তবে মাসচেরানো সেই সন্দেহ উড়িয়ে দিয়েছেন, 'লিওর ক্ষেত্রে পরিকল্পনা হলো, সে সেরে উঠবে এবং লস অ্যাঞ্জেলেস সফরে যাবে। আজ সে খেলেছে কারণ সে পুরোপুরি সুস্থ ছিল। আমরা তার সময় বাড়াইনি, কারণ ৯০ মিনিট খেলার মতো পুরোপুরি প্রস্তুত ছিল না। তবে মোটামুটি ৪৫ মিনিট (অতিরিক্ত সময়সহ) খেলাটা তার জন্য ভালোই হয়েছে।'

এই জয়ে ইন্টার মায়ামি এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে। ফিলাডেলফিয়া ইউনিয়ন ম্যাচের আগে প্রথম স্থানে থাকলেও এখন তৃতীয় স্থানে নেমে গেছে। দ্বিতীয় স্থানে রয়েছে শিকাগো ফায়ার।

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

8h ago