বৃহস্পতিবার ভোর পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে যেসব এলাকায়

প্রতীকী ছবি | সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাভার ও হেমায়েতপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

ঢাকা মহানগরীর এলাকাগুলোর মধ্যে রয়েছে—আমিনবাজার, মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ (খোলামুড়া থেকে কলাতিয়া, হযরতপুর) হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং এর আশেপাশের এলাকা।

সাময়িক অসুবিধার কারণে জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Ishraque must be sworn in or tougher movement will follow: Salahuddin

"We have always cooperated with this government. But that doesn't mean we've handed you a blank cheque"

21m ago