সাতক্ষীরায় ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে মেজো ভাইয়ের হামলায় সেজো ভাই নিহতের ঘটনায় মেজো ভাই সোহরাব হোসেন ও তার স্ত্রী মনিরা খাতুনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই হোসেন আলি গুরুতর আহত হয়েছেন।
নিহত মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের ফজর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের খালে বড় ভাই হোসেন আলী ও সেজো ভাই মোশারফ হোসেন পোলো দিয়ে মাছ ধরছিলেন। এসময় মেজো ভাই সোহরাব হোসেন এবং ছোটভাই আশারাফ হোসেন তাদের বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সোহরাব ও আশারফ চাকু ও কুড়াল দিয়ে অপর দুই ভাইয়ের পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন।
এতে মোশারফ হোসেন ও হোসেন আলী মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রত্যয় সাহা বলেন, 'মোশারফ হোসেনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আহত হোসেন আলীর অবস্থাও সংকটাপন্ন। তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে।'
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, 'মোশারফ হোসেনকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। হোসেন আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেন ও তার স্ত্রী মনিরা খাতুনকে আটক করা হয়েছে। সকাল ১১টা পর্যন্ত নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
Comments