দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন পারভেজ

লক্ষ্যটা ছিলো মামুলি, সেই লক্ষ্য একদম তুড়ি মেরে উড়িয়ে দিতে লাগলেন পারভেজ হোসেন ইমন। আবাহনী লিমিটেডের ওপেনার মাত্র ১৫ বলে স্পর্শ করলেন ফিফটি। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে গড়লেন দ্রুততম ফিফটির রেকর্ড।
রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন পারভেজ। লিস্ট-এ তো বটেই, টি-টোয়েন্টি, প্রথম শ্রেণী সব মিলিয়েই এটি দ্রুততম।
লিস্ট-এ ক্রিকেটে এর আগের রেকর্ড ছিলো দুজনের। ২০১৯ সালে ফরহাদ রেজা ও হাবিবুর রহমান প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেছিলেন। স্বীকৃত ক্রিকেটে দেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড ছিলো শুভাগত হোম চৌধুরীর। তিনি শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ১৬ বলে ফিফটি করেছিলেন।
রোববার বিকেএসপিতে মাঠ ভেজা থাকায় খেলা শুরুতে হতে অনেক দেরি হয়। দুপুর ১২টার পরে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ৩১ ওভারে। তাতে শাইনপুকুর গুটিয়ে যায় স্রেফ ৮৮ রানে।
৮৯ রানের লক্ষ্য পেরুতে স্রেফ ৬.৪ ওভার খেলতে হয়েছে আবাহনীকে। বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচ জিতেছে ১০ উইকেটে।
রান তাড়ায় নেমে উত্তাল ব্যাটিং করা পারভেজ ২৩ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় করেন ৬১ রান। এই পথে ফিফটি স্পর্শ করেন মাত্র ১৫ বলে। বাঁহাতি ব্যাটার নাম লেখান ইতিহাসে।
পারভেজের রেকর্ডের দিনে বড় জয় নিয়ে টেবিলের শীর্ষেই থাকল আবাহনী।
Comments