শাস্তি পেয়েই যাচ্ছে পাকিস্তান

ছবি: এএফপি

মরার ওপর খাঁড়ার ঘা আর কাকে বলে! নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়া পাকিস্তানকে আবার পেতে হলো শাস্তি। টানা তিন ম্যাচে মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা গুণল দলটি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইতে গত শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে বোলিংকালে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। তাই দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধি অনুসারে, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়ে থাকে। এর আগে প্রথম ওয়ানডেতে ম্যাচ ফির ১০ শতাংশ ও দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছিল পাকিস্তানকে।

দলটির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন দুই অন-ফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল। এরপর ম্যাচ রেফারি জেফ ক্রো দেন শাস্তির সিদ্ধান্ত। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার ওয়ানডেতে আর্থিক জরিমানার সম্মুখীন হলো পাকিস্তান। গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও কিউইদের বিপরীতে মন্থর ওভার রেটের কারণে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল।

নিউজিল্যান্ড সফর একটুও সুখকর হয়নি রিজওয়ানের নেতৃত্বাধীন দলের জন্য। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজে তারা হয়েছে হোয়াইটওয়াশড। সবচেয়ে বড় কথা, ৫০ ওভারের সংস্করণে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি তারা।

অথচ সীমিত ওভারের দুটি সিরিজেরই নিউজিল্যান্ডের স্কোয়াড ছিল আনকোরা। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ একঝাঁক ক্রিকেটার আইপিএল খেলতে ব্যস্ত রয়েছেন ভারতে। চোট ও অন্যান্য কারণে আরও বেশ কয়েকজন পরিচিত মুখ ছিলেন না।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

2h ago