বুদ্ধিদীপ্ত পুলিশিং: রাষ্ট্রপতি পদক পাচ্ছেন কনস্টেবল রিয়াদ

মো. রিয়াদ হোসেন। ছবি: সংগৃহীত

শৃঙ্খলা রক্ষায় লাঠিচার্জ না করে ছত্রভঙ্গ করার মাধ্যমে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক কনস্টেবল মো. রিয়াদ হোসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ২৭ মার্চ প্রজ্ঞাপনটি সই করা হয়।

এতে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করা হলো।

উল্লেখ্য, আন্দোলনকারীদের সরাসরি লাঠি দিয়ে আঘাত না করে সোশ্যাল মিডিয়ায় এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ছড়িয়ে যায়। ওই পুলিশ সদস্যদের প্রশংসাও করেন অনেকে। ভিডিওর ওই পুলিশ সদস্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মো. রিয়াদ হোসেন।

Comments

The Daily Star  | English

Grounded planes put Biman’s schedule in disarray

Now at least four of its 10 widebody planes remain grounded, three Boeing 787s and one Boeing 777.

8h ago