‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে গাজায় গণহত্যার প্রতিবাদ

দাগই সিনেমার বিশেষ প্রদর্শনী। ছবি: সংগৃহীত
দাগই সিনেমার বিশেষ প্রদর্শনী। ছবি: সংগৃহীত

৭ এপ্রিল রাতে রাজধানীর একটি আধুনিক প্রেক্ষাগৃহে ছিল 'দাগি' সিনেমার বিশেষ প্রদর্শনী। ওই আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিক।

প্রদর্শনী শুরুর আগে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতি তীব্র প্রতিবাদ জানানো হয়। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন সবাই।  

আয়োজনে উপস্থিত ছিলেন 'দাগি' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও সিনেমার সহ–প্রযোজনা প্রতিষ্ঠান চরকির সিইও রেদওয়ান রনি।

এ ছাড়া, নির্মাতা অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী।

পাশাপাশি সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও সামিল ছিলেন প্রতিবাদে।

নীরবতা পালন শেষে 'দাগি' সিনেমার সংশ্লিষ্টরা আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন।

দাগই সিনেমার বিশেষ প্রদর্শনী। ছবি: সংগৃহীত
দাগই সিনেমার বিশেষ প্রদর্শনী। ছবি: সংগৃহীত

এর পরই শুরু হয় বিশেষ প্রদর্শনী।

অন্যান্যদের পাশাপাশি, 'বরবাদ'' সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ও উপস্থিত ছিলেন 'দাগি'র বিশেষ এই প্রদর্শনীতে।

রাজধানীর সিনেপ্লেক্সসহ দেশের আরও কিছু প্রেক্ষাগৃহে মহাসমারোহে চলছে 'দাগি'।

দর্শকদের ভালো লাগা আরও আশা জাগাচ্ছে প্রযোজকদের।

বিশেষ প্রদর্শনীতে আরও নতুন কিছু পাবার আশ্বাস দেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

16h ago