বর্ষবরণ: বেঙ্গল ফাউন্ডেশনের গানের আয়োজন ‘নব আলোয়’ ১১-১২ এপ্রিল

বাংলা নতুন বছর উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী গানের অনুষ্ঠান।
রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে আগামী ১১ ও ১২ এপ্রিল 'নব আলোয়' শিরোনামে বর্ষবরণের এ আয়োজন অনুষ্ঠিত হবে।
প্রথম দিন ১১ এপ্রিল সন্ধ্যা ৬টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা খেয়াল, ধ্রুপদ, সরোদ ও পাখোয়াজ পরিবেশন করবেন।
ছোটদের দলীয় ধ্রুপদ গানে অংশ নেবেন অম্বর জন পিউরিফিকেশন, আবৃত্তি মেরি পিউরিফিকেশন, লিলিয়ান এন্ডু বিশ্বাস, প্রফুল্ল অংশুমান, প্রথমা রানি সরকার এবং আয়ূশী সরকার।
আদৃতা হোসেন ও শামসুল আরেফিন ফাহিম যুগল সরোদ বাদন পরিবেশন করবেন। যৌথভাবে খেয়াল পরিবেশন করবেন এঞ্জেলা নদী ফ্রান্সিস ও সিঞ্চনা আচার্য সুহা। কুমার প্রতিবিম্ব ও দেবাদিত্য বণিক একসঙ্গে পাখোয়াজে বাজিয়ে শোনাবেন। সবশেষে একক ধ্রুপদ পরিবেশন করবেন অভিজিৎ কুন্ডু।
দ্বিতীয় দিন ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নজরুল ও রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন মিরাজুল জান্নাত সোনিয়া ও দীপ্র নিশান্ত।
বিটিভি, বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া বর্তমানে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে পণ্ডিত উলহাস কাশালকারের তত্ত্বাবধানে খেয়ালে তালিম নিচ্ছেন। তিনি বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ঈ ছায়ানটে সংগীত প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।
দীপ্র নিশান্তের সংগীতশিক্ষা শুরু ছায়ানটে ২০১০ সালে। ২০১৪ সাল থেকে তিনি গুরু অসিত দে'র কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নরত দীপ্র ২০২৩ সালে ছায়ানটে রবীন্দ্রসংগীত বিভাগে শিক্ষক হিসেবে যুক্ত হন।
Comments