বিশাল জয়ের পরও এখনো কাজ বাকি দেখছেন বার্সা কোচ

বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে গুঁড়িয়ে বলা যায় সেমিফাইনাল এক রকম নিশ্চিতই করে ফেলেছে বার্সেলোনা। তবে কোচ হান্সি ফ্লিক অতটা নিশ্চিন্ত হতে রাজী নন। তিনি পা রাখছেন মাটিতে, পরের লেগেও কাজটা এইরকমভাবে শেষ করতে আছেন মরিয়া।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবকে প্রথম লেগে ঘরের মাঠে পাত্তাই দেয়নি বার্সা। রবার্ট লেভানদোভস্কি করেন জোড়া গোল। গোল পেয়েছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল।
দারুণ ছন্দে খেলা বার্সার সামনে কোন রকম প্রতিরোধই গড়তে পারেনি বরুশিয়া। স্বাভাবিককেই সেমিফাইনালে অনেকেই বার্সার নামটা দেখতে পাচ্ছেন। ম্যাচ শেষে এই প্রসঙ্গ টেনে জিজ্ঞেস করতেই ফ্লিক অনেকবার 'না' শব্দ উচ্চারণ করে ব্যাখ্যা করলেন তাদের কাজটা বাকি এখনো, 'না না, না, না, আমরা এখনও সেমিতে পৌঁছাতে পারিনি।'
দ্বিতীয় লেগে বরুশিয়ার মাঠে গিয়ে খেলতে হবে বার্সাকে। বরুশিয়াকে সমতা আনতেও করতে হবে ৪ গোল, জিততে রাখতে হবে ৫ গোলের ফারাক। নিজেদের মাঠ হলেও বরুশিয়ার জন্য কাজটা পাহাড়সম। তবে খেলার গৌরবময় অনিশ্চয়তায় শ্রদ্ধা জানিয়ে নিজেদের কাজে মন দিচ্ছেন বার্সা কোচ, 'কেউ জনে না পরে কী হতে পারে। ফুটবল পাগলাটে খেলা। সেমিতে যেতে হলে ডর্টমুন্ডের মাঠে গিয়েও আমাদের একই খেলা খেলতে হবে। আমরা আজ খুব ভালো খেলেছি। এরকম খেললে গোল হবেই।'
'আমরা খুব ভালো খেলেছি। তবে সেমিফাইনাল নিয়ে এখনি ভাবছি না। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। একইরকম নিবেদন ও প্রতিজ্ঞা নিয়ে পরের ম্যাচ খেলতে হবে।'
ফ্লিক জানান তারা যেমন দাপটে প্রথম লেগ খেলেছেন, সমান দাপটে প্রতিপক্ষের মাঠে গিয়েও দ্বিতীয় লেগ নিজেদের করে নিতে চান, 'আমরা জেতার মানসিকতা নিয়েই ডর্টমুন্ডে খেলব। আজকে যেভাবে খেলেছি, সেরকমই খেলতে হবে।'
Comments