হলিউডের অ্যাকশন মুভিতে রোনালদো

বয়স ৪০ ছাড়িয়েছে। ক্যারিয়ারের প্রায় ক্রান্তিলগ্নে এসে উপস্থিত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। যদিও ফুটবলের প্রতি অদম্য ক্ষুধা অব্যাহত তার। তবে এরমধ্যেই নতুন জগতে পা রাখলেন ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়া এই তারকা। হলিউডে অ্যাকশন চলচ্চিত্রের জগতে নাম লিখিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করছেন এক নতুন অধ্যায়।

পর্তুগাল ও সৌদি প্রো লিগের আল-নাসরের হয়ে এখনও নিয়মিত গোল করা রোনালদোর মাঠের বাইরেও একটি বিশাল ব্যবসায়ী সাম্রাজ্য গড়ে উঠেছে। সম্প্রতি চালু করেছেন ' ইউর ক্রিস্তিয়ানো' নামের একটি ইউটিউব চ্যানেল, যা ভিডিও প্রোডাকশনে তার প্রথম পদক্ষেপ।

এবার আরও বড় পদক্ষেপ নিয়ে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে কাজ শুরু করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। ভন এর আগে লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস, এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস এবং কিংসম্যান সিরিজের মতো হিট সিনেমা পরিচালনা করেছেন।

সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে রোনালদো নিজেই জানিয়েছেন, 'এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।'

আর ভন বলেন, 'ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন যা আমি কখনও লিখতে পারতাম না। এখন আমরা একসাথে অনুপ্রেরণামূলক চলচ্চিত্র বানাবো—সে নিজেই যেন বাস্তবের একজন সুপারহিরো।'

রোনালদো ও ভন মিলে গঠন করেছেন ইউর-মার্ভ নামের একটি স্বতন্ত্র যৌথ প্রযোজনা চলচ্চিত্র স্টুডিও, যা উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি হবে। এটি খেলাধুলা এবং গল্প বলার দুনিয়ার এক অভাবনীয় মিশ্রণ হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে তারা দুটি অ্যাকশন মুভি ইতোমধ্যে প্রযোজনা ও অর্থায়ন করেছেন এবং তৃতীয় সিনেমার কাজ শিগগিরই শুরু হবে বলে জানানো হয়েছে। যদিও এখনো কোনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিগগিরই নতুন আপডেট আসছে।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago