রোনালদো রিয়াল ছাড়াতেই এমন জ্বলে উঠেছেন বেনজেমা

ronaldo benzema

ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় সম্ভবত সমর্থকদের কাছ থেকে সবচেয়ে বেশি ট্রলের শিকার হতে করিম বেনজেমা। যদিও সে অর্থে পারফরম্যান্সে ঘাটতি তেমন ছিল না তার। রোনালদোর ছায়ায় তার অবদানগুলো ম্লান হয়ে যেত। তবে পর্তুগিজ তারকা চলে যেতেই বেনজেমা যেন ক্রমেই আরও বেশি জ্বলে উঠছেন। রিয়ালকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন এ ফরাসি।

উয়েফা সুপার কাপে এইনট্র্যাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বেনজেমা বলেছেন, 'এটা সত্য যে সে (রোনালদো) চলে যাওয়ার পর থেকে আমি আরও গোল করেছি। কিন্তু সে যখন এখানে ছিল তখন আমি অ্যাসিস্ট করছিলাম এবং সে আমাকে মাঠে এবং মাঠের বাইরে অনেক সাহায্য করেছে।'

মূলত রোনালদো রিয়াল ছাড়ার পর দলটির সব দায়িত্ব এসে পড়ে বেনজেমার কাঁধে। তখন থেকেই দলটির সব পরিকল্পনা সাজানো হয় তাকে ঘিরে। আর এ দায়িত্ববোধটা ভেতর থেকেই অনুভব করেন এ ফরোয়ার্ড, 'আমি জানতাম যে আমি আরও কিছু করতে পারি। যখন সে চলে গেল, তখন আমার খেলা এবং উচ্চাকাঙ্ক্ষা পরিবর্তন করার সময় ছিল এবং এখন পর্যন্ত এটি ভালো চলছে।'

গত মৌসুম অনেকটা স্বপ্নের মতোই কাটিয়েছেন বেনজেমা। চলতি বছরের ব্যালন ডি'অরের একমাত্র দাবীদারই তাকে বলা যায়। যদিও সেরার প্রশ্নে বেশ বিনয়ী এ তারকা, 'আমি সেরা কি না তা বলতে যাচ্ছি না। তবে, প্রতি বছর আমি বিশ্বের সেরা ক্লাবের জন্য আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আমাকে প্রতি বছর উচ্চ স্তরে খেলতে হয়, তবে এটা সত্য যে গত বছরের স্তরটি খুব ভালো ছিল। আমি শুধু ম্যাচে আমার দলকে সাহায্য করার চেষ্টা করি।'

রিয়ালের হয়ে এখন পর্যন্ত ২০টি শিরোপা জিতেছেন বেনজেমা। ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতা মার্সেলোর রেকর্ড হয়তো খুব শীগগিরই ভাঙতে পারেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় সাফল্য নিয়ে ভাবছেন এ ফরাসি, 'আমি মার্সেলোর রেকর্ড নিয়ে ভাবছি না, তবে আমি যতটা সম্ভব ট্রফি জেতার চেষ্টা করব। আমি সবসময় বলেছি যে ব্যক্তিগত ট্রফির চেয়ে যৌথ ট্রফি বেশি গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

55m ago