নারায়ণগঞ্জে ২ নারী ও শিশুর বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয়রা। ছবি: স্টার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, 'স্থানীয়রা ডোবার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে মরদেহগুলোর খণ্ডিত অংশ পায়।'

তিনি বলেন, 'দুই নারী ও এক শিশুর খণ্ডিত মাথা পাওয়া গেছে। মরদেহগুলোর হাত-পা ও অন্যান্য অংশও খণ্ডিত অবস্থায় বস্তাবন্দী ছিল।'

নিহতরা হলেন, লামিয়া আক্তার (২২), তার ছেলে আব্দুল্লাহ (৪) ও বড়বোন স্বপ্না আক্তার (৩৫)।

ওসি জানান, তারা মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চলতি মাসেই বাসাটি ভাড়া নেন তারা। 

বাসার পাশেই মাটি খুড়ে বস্তাবন্দী মরদেহ চাপা দিয়ে রাখা হয় বলে জানান ওসি।

এ ঘটনায় লামিয়ার স্বামী মো. ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Of music, colours and festivities: Nation welcomes Bangla New Year

Pahela Baishakh, the first day of the Bangla calendar, is being celebrated with music, colourful rallies, and festive events.

2h ago