চ্যাম্পিয়ন্স লিগে এই কীর্তি রয়েছে কেবল লেভানদোভস্কিরই

দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন রবার্ট লেভানদোভস্কি। ৩৬ বছর বয়সেও বার্সেলোনার এই কিংবদন্তি পোলিশ স্ট্রাইকার ইতোমধ্যেই সব ধরনের অফিসিয়াল প্রতিযোগিতায় ৪০টি গোল করে ফেলেছেন, এখনও বাকি আছে আটটি লা লিগা ম্যাচ, একটি কাপ ফাইনাল এবং আপাতত নিশ্চিত একটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ।

তবে চ্যাম্পিয়ন্স লিগেই বার্সার '৯' নম্বর জার্সিধারী খেলোয়াড় সম্প্রতি এমন এক কৃতিত্ব অর্জন করেছেন যা আগে কেউ কখনও করতে পারেনি—তিনটি ভিন্ন ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান টুর্নামেন্টে ১০টির বেশি গোল করার নজির স্থাপন করেছেন। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করে এই অনন্য রেকর্ডে পৌঁছান তিনি।

এটা শুধুমাত্র তার অসংখ্য সাফল্যের একটি দৃষ্টান্ত। এই বয়সে, যখন বেশিরভাগ খেলোয়াড় পেশাদার ফুটবলে কার্যত থেমে যান, সেখানে লেভানদোভস্কির পারফরম্যান্স এমন উচ্চতায় পৌঁছেছে যা তুলনাহীন। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ১১টি গোল।

২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি গোল উদযাপন করেছিলেন লেভানদোভস্কি—তখন তিনি বরুশিয়া ডর্টমুন্ডের ৯ নম্বর খেলোয়াড়। সেই মৌসুমে জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে দলটি ফাইনাল পর্যন্ত পৌঁছায়, যেখানে রিয়াল মাদ্রিদকে বিদায় করতে তার ১০টি গোলের মধ্যে ৪টি ছিল সেই ম্যাচেই।

এরপর বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে ইউরোপের বড় মঞ্চে আবারও নিজের ধারাবাহিক গোলস্কোরিং সামর্থ্য দেখান লেভানদোভস্কি। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে, যখন হান্সি ফ্লিকের (বর্তমানে বার্সা কোচ) অধীনে দলটি ট্রেবল জেতে। এরপর ২০২১-২২ মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করেন তিনি।

ডর্টমুন্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে জোড়া গোল করার পর লেভানদোভস্কি বলেন, 'একজন স্ট্রাইকারের সবসময় গোল করার কথা ভাবতে হয়, কিন্তু আমরা দল হিসেবে ভালো খেললে আমার কাজটা সহজ হয়ে যায়।' এই গোলদুটির মাধ্যমে বার্সার হয়ে তিন মৌসুমে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় ৯৯-এ। এ ছাড়া ১৩৮ ম্যাচে তিনি ২০টি অ্যাসিস্টও করেছেন।

Comments

The Daily Star  | English

Govt to form independent board to run Nagad: finance adviser

The decision came from a high-level meeting of the interim government

15m ago