চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে হট্টগোল

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ছবি: সংগৃহীত

হট্টগোলের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হককে সভাপতি এবং ব্যারিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

পুরোনো কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

অ্যাসোসিয়েশনের পুরোনো কমিটির সদস্যরা প্রতিবাদ করলে তাদের ধাক্কা দিয়ে সভাস্থল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে একটি পক্ষ।

তখন উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর মধ্যেই মঞ্চে দাঁড়িয়ে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এস এম ফজলুল হক।

এর আগে সাধারণ সভার শুরুতে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ের সাবেক ছাত্র ও শিক্ষক বর্তমানে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, চাকসুর সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, এস এম ফজলুল হক, মাজহারুল হক শাহ এবং সাবেক সংসদ সদস্য একরামুল করিম।

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর সমাবর্তন হতে যাচ্ছে। ইতোমধ্যে ২২ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এই বড় অনুষ্ঠানের আগ মুহূর্তে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নিয়ে কোনো বিরোধে যাওয়া উচিত নয়। এতে আসন্ন অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।'

বিবদমান পক্ষগুলোকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

27m ago