রিয়ালের কোচ হওয়া নিয়ে এখন কথা বলতে রাজি নন আলোনসো

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ছাঁটাইয়ের শঙ্কায় রয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার বিকল্প হিসেবে এরমধ্যেই অনেকের নাম উঠে এসেছে। সবচেয়ে বেশি আলোচনা বায়ার লেভারকুজেনের কোচ জাবি আলোনসোকে নিয়ে। আর রিয়ালের সঙ্গে নিজের সম্ভাব্য গ্রীষ্মকালীন যাত্রা নিয়ে চলমান গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেননি এই কোচ।

খেলোয়াড়ি জীবনে আলোনসো রিয়ালে পাঁচ বছর কাটিয়েছেন। সে সময় তিনি ক্লাবটির হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। ২০২২ সালের অক্টোবরে লেভারকুজেনের দায়িত্ব নেওয়ার পর, নিজের প্রথম শীর্ষ পর্যায়ের কোচিং ক্যারিয়ারে ক্লাবটিকে গত মৌসুমে অপরাজিত থেকে লিগ ও কাপ শিরোপা জেতান। যা বুন্ডেসলিগার ইতিহাসে তাদের প্রথম শিরোপা জয়।

রোববার সেন্ট পাউলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়ালে যাওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি আলোনসো, 'এটা ভবিষ্যৎ নিয়ে কথা বলার সঠিক সময় নয়। এখন আমরা মৌসুমের এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছি।'

বর্তমানে লেভারকুজেন বুন্ডেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে আছে, হাতে রয়েছে মাত্র পাঁচটি ম্যাচ। ৪৩ বছর বয়সী আলোনসো আরও বলেন, 'আমি গুজব ও অনুমান নিয়ে কিছু বলতে চাই না। আমি বুঝি যে এসব চলছে, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানে কী ঘটছে।'

গত শনিবার ক্লাবের সিইও ফার্নান্দো ক্যারো জানান, তারা বিশ্বাস করেন আগামী মৌসুমেও আলোনসো লেভারকুজেনেই থাকবেন। ক্যারো বলেন, 'সে এখানে স্বাচ্ছন্দ্যে রয়েছে। আমরা আগামী মৌসুমের প্রস্তুতি, ম্যাচ, স্কোয়াড—সবকিছুর পরিকল্পনাই ওকে কেন্দ্র করেই করছি।'

গত বছরও আলোনসোর রিয়ালে যাওয়ার গুঞ্জন উঠেছিল। একই সঙ্গে সেই গুঞ্জনে ছিল লিভারপুল ও বায়ার্নের নামও। তবে সেই গুঞ্জনের মাঝে আলোনসো একটি সংবাদ সম্মেলন ডেকে এসব গুজব বন্ধ করার চেষ্টা করেছিলেন। তখন তার দল লিগ শিরোপার দিকেই এগিয়ে যাচ্ছিল। এবারও লেভারকুজেন অন্যতম ভালো মৌসুম পার করছে, যদিও কোনো ট্রফি জয়ের সম্ভাবনা কম।

Comments

The Daily Star  | English
monetary policy

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

7h ago