দাগি আসামির পোশাক পরে সিনেমা দেখলেন নিশোর ভক্তরা

দাগি
ছবি: সংগৃহীত

এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। শিহাব শাহীন পরিচালিত 'দাগি' সিনেমাটি মুক্তির তিন সপ্তাহেও বেশ ভালো চলছে। এরমধ্যে আজ আফরান নিশোর শতাধিক ভক্ত '৭৮৬' লেখা দাগি আসামির পোশাক পরে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখলেন। 

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ১০০ জনের বেশি নিশো ভক্ত 'দাগি' সিনেমা দেখেন। তারা 'দাগি' সিনেমার '৭৮৬' লেখা পোশাক পরে সিনেমাটি দেখেছেন।

শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago