প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যামামলায় গ্রেপ্তার ৩

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ এবং আল আমিন সানি। তাদের সবার বয়স ১৯ বছর।
বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মঈন উদ্দিন বলেন, পুলিশের একটি দল রাত সোয়া ১২টার দিকে মহাখালী ওয়্যারলেস গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, এফআইআরে তাদের নাম উল্লেখ করা হয়নি, তবে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে তারা হত্যাকাণ্ডে জড়িত ছিল।
সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে তাদের উপস্থিতি দেখা গেছে বলেও জানান তিনি।
হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বনানী থানা ইউনিটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও কমপক্ষে ২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে।
২৪ বছর বয়সী জাহিদুল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল।
মামলাটি করেছেন নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছেন।
Comments