শাবিপ্রবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। ছবি: শেখ নাসির/স্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমদ হত্যার ঘটনায় এখনো হত্যাকারী চিহ্নিত ও গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধনের আয়োজন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন।

সে সময় তাদের হাতে ধরা প্লেকার্ডে লেখা ছিল— 'বুলবুল হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস ফর বুলবুল'।

লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমদের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুরম নন্দীপাড়া গ্রামে। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে গাজী কালুর টিলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।

এ হত্যার ঘটনায় সোমবার মধ্যরাতে জালালাবাদ থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

শিক্ষার্থীরা মানববন্ধন করছেন। ছবি: শেখ নাসির/স্টার

এদিকে হত্যার ঘটনায় রাতেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল, প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান এবং মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English
government bank borrowing target

'Heinous act' of attacking NCP rally in Gopalganj will not go unpunished: govt

The government termed the use of violence in Gopalganj as "utterly indefensible"

22m ago