মুক্তির ৩ সপ্তাহ পর প্রেক্ষাগৃহে নিজের সিনেমা ‘বরবাদ’ দেখলেন শাকিব খান

ঈদে 'বরবাদ' মুক্তির ২১ দিনের মাথায় নিজের অভিনীত সিনেমা দেখতে আসলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।  ছবি: স্টার
ঈদে 'বরবাদ' মুক্তির ২১ দিনের মাথায় নিজের অভিনীত সিনেমা দেখতে আসলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ছবি: স্টার

ঈদে 'বরবাদ' মুক্তির ২১ দিনের মাথায় নিজের অভিনীত সিনেমা দেখতে আসলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

আজ সোমবার এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে এসেছিলেন এই নায়ক।

শাকিব খান বলেন, 'এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।'

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ,পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ অনেকেই।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল।

দর্শকনন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

এছাড়া, আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।

 

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago