ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের লরিয়াস পুরস্কার জয়

ব্যক্তিগত ও দলীয় সাফল্যে উজ্জ্বল একটি বছর কাটানোর স্বীকৃতি পেলেন লামিন ইয়ামাল। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে এই তরুণ ফরোয়ার্ড বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন। তার ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ জিতল বর্ষসেরা দলের সম্মাননা।

স্পেনের মাদ্রিদে সোমবার রাতে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের পুরস্কারবিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ১৭ বছর বয়সী ইয়ামাল সেরা হয়েছেন জুলিয়েন আলফ্রেড (অ্যাথলেটিকস), সামার ম্যাকিনটশ (সাঁতার), লেসলি টেবোগো (অ্যাথলেটিকস) ও ভিক্টর ওয়েম্বানিয়ামাকে (বাস্কেটবল) পেছনে ফেলে।

পুরস্কার গ্রহণের জন্য অবশ্য ইয়ামাল সশরীরে উপস্থিত হতে পারেননি। কারণ, বার্সার হয়ে অনুশীলনে ব্যস্ততা ছিল তার। বাংলাদেশ সময় অনুসারে, মঙ্গলবার দিবাগত রাতে লা লিগায় ঘরের মাঠে মায়োর্কার মুখোমুখি হবে কাতালানরা।

গত বছর সামর্থ্য ও দক্ষতার ছাপ রেখে ইয়ামাল নিজেকে বার্সেলোনা ও স্পেনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন। ২০২৪ সালে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ১৪ গোল ও ২১ অ্যাসিস্ট করেন। আর জাতীয় দলের জার্সিতে তিনি জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ মাঠে নেমে একটি করে গোল ও অ্যাসিস্ট আসে তার পা থেকে।

বয়স অনেক কম হলেও বার্সার একাডেমি থেকে উঠে আসা ইয়ামালের পুরস্কারের ঝুলি ইতোমধ্যে ভারী হতে শুরু করেছে। গত বছর অনূর্ধ্ব-২১ বছর বয়সী তরুণ ফুটবলারদের জন্য নির্ধারিত দুটি পুরস্কার জেতেন তিনি। সবচেয়ে কম বয়সে কোপা ট্রফি ও গোল্ডেন বয় পুরস্কার জিতে রেকর্ডের পাতায় জায়গা করে নেন।

অন্যদিকে, বর্ষসেরা দলের পুরস্কার জেতা রিয়াল ২০২৪ সালে স্প্যানিশ লা লিগার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়। লিগে রেকর্ড ৩৬তম ও চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা জয়ের আনন্দে মাতে তারা। এছাড়া, উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতে লস ব্লাঙ্কোরা।

এবারের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন সুইডিশ পোলভল্টার মন্ডো ডুপ্ল্যান্টিস। বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আমেরিকান জিমন্যাস্ট সিমোনা বাইলস। স্পোর্টিং আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছে সাবেক স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে। আজীবন সম্মাননা পেয়েছেন আমেরিকান সার্ফার কেলি স্ল্যাটার।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

5h ago