সিলেট টেস্ট

শান্ত-জাকেরের দৃঢ়তায় দিন শেষ করল বাংলাদেশ

Jaker Ali Anik & Najmul Hossain Shanto
ছবি: ফিরোজ আহমেদ

চা-বিরতির ঠিক আগে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে চিন্তায় পড়েছিলো বাংলাদেশ। তবে সেই চিন্তা বাড়তে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক। আলোক স্বল্পতায় খেলা বন্ধের আগে দুজনের দৃঢ়তায় লিড একশোর উপর নিতে পেরেছে বাংলাদেশ।

সিলেট টেস্টের তৃতীয় দিনের পর ৬ উইকেটে হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ। আলোক স্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১৯৪ রান। 

তৃতীয় দিনের সকালের সেশন ভেসে যায় বৃষ্টিতে। দুপুর ১টায় খেলা শুরুর পর বাকি দুই সেশনে বাড়িয়ে ৬টা পর্যন্ত দিনের খেলা চালানোর কথা ছিলো। তবে ৪টা ৪১ মিনিটে আলোক স্বল্পতায় বন্ধের পর বিকেল ৫টায় দিনের খেলার সমাপ্তি টানা হয়। এদিন খেলা হয়েছে ৪৪ ওভার, তাতে ১৩৭ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে নিয়েছে ৪ উইকেট। 

প্রথম ইনিংসে আলগা শটে ৪০ রানে থামা শান্ত দ্বিতীয় ইনিংসে পেরিয়েছেন ফিফটি। ২৬ রানে জীবন পাওয়া বাংলাদেশ অধিনায়ক অপরাজিত আছেন ৬০ রানে। ২১ রান করে তার সঙ্গী জাকের। পঞ্চম উইকেট জুটিতে দুজনে যোগ করেছেন ৯২ বলে ৩৯ রান। 

চা-বিরতির পর ৪ উইকেটে ১৫৫ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। ইনিংসের শুরুতে আগ্রাসী খেললেও এই সময় নিজেকে গুটিয়ে নেন শান্ত। জাকেরও পরিচয় দেন ধৈর্যের। কোনভাবেই দলকে আর বিপদে পড়তে দেননি তারা। 

সিলেটে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে হতাশ করে বাংলাদেশ। জিম্বাবুয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড পাওয়ার পর স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসই হয়ে উঠে ম্যাচের নির্ধারক। বাকি ৬ উইকেট নিয়ে বাংলাদেশ চাইবে আরও অন্তত দেড়শো রান যোগ করে নিজেদের নিরাপদ অবস্থানে নিয়ে যেতে। 

 

Comments