চট্টগ্রাম টেস্ট

চারশো ছাড়িয়ে বড় লিড নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ

Mehidy Hasan Miraz
ছবি: বিসিবি

আগের দিন দলের হয়ে কথা বলতে এসে সাদমান ইসলাম জানিয়েছিলেন লিডটা একশোর উপরে নিতে পারলেই খুশ হবেন তারা। বাংলাদেশের চাওয়ার চেয়েও তাই বলা যায় প্রাপ্তিটা অনেক বেশি। মেহেদি হাসান মিরাজের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে দেড়োশোর উপরে নিয়ে গেছে বাংলাদেশ।

বুধবার চট্টগ্রামে তৃতীয় দিনের সকালে আকাশ ছিলো মেঘলা। খেলা শুরুর মিনিট দশেকের মধ্যে নামে বৃষ্টি, মাত্রা কম থাকায় ১৮ মিনিট কেবল বন্ধ ছিলো খেলা। এর বাইরে পুরো সেশন জুড়ে বাংলাদেশেরই উজ্জ্বল হাসি। লাঞ্চ বিরতি পর্যন্ত ৮ উইকেটে ৪০৪  রান তুলেছে স্বাগতিকরা। ঘরের মাঠে টেস্টে ১৫ ইনিংস পর চারশো ছাড়ালো বাংলাদেশের পুঁজি।

শেষের দিকের ব্যাটারদের দায়িত্বশীলতায় জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ এগিয়ে গেছে  ১৭৭  রানে। ১০৯ বলে ৭৬ রানে অপরাজিত আছেন মিরাজ। ৫৭ বলে ২৯ রান করে ক্রিজে আছেন তানজিম।

৭ উইকেটে ২৯১ রান নিয়ে নেমে তাইজুল ইসলামকে নিয়ে এগুতে থাকেন মিরাজ। বৃষ্টি বিরতির পরও দুজনের ছন্দপতন হয়নি। জিম্বাবুয়ের বোলাররাও তৈরি করতে পারছিলেন না তেমন কোন হুমকি। ৮ম উইকেট জুটিতে ৬৩ রান আনার পর ফেরেন তাইজুল। লেগ স্পিনার ভিনসেন্ট মেসেকাজার বলে বেরিয়ে এসে স্টাম্পিং হন তিনি। ৪৫ বলে ২০ রান করেন তাইজুল।

এরপর অভিষিক্ত তানজিম হাসান সাকিবকে নিয়ে আরেক জুটি গড়ে উঠে বাংলাদেশের। লিড ছাড়িয়ে যায় দেড়শো। ফিফটি পেরিয়ে ছুটতে থাকেন মিরাজ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং দক্ষতায় একাদশে আসা তানজিম দেন নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ। শুধু সঙ্গ না দিয়ে তিনিও বাড়াতে থাকেন রান। এই দুজনের জুটিতে ১০৩ বলে যোগ হয়েছে ৬২ রান।

Comments

The Daily Star  | English
Trump’s remittance tax plan impact on Bangladesh

Trump’s remittance tax plan poses threat to Bangladesh

Trump’s “One Big Beautiful Bill Act" proposes a 5% tax on international money transfers by non-US citizens

3h ago