অদৃশ্য অনেক শত্রু, প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আজ থেকে সাত মাস আগে বলেছিলাম, অদৃশ্য অনেক শক্তি, অদৃশ্য অনেক শত্রু রয়েছে। আজ তা সত্য হচ্ছে। অদৃশ্য অনেক শত্রু, প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি।

তিনি বলেন, 'গত ১৫ বছর এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা প্রায় প্রতিটি ক্ষেত্রে নির্যাতিত হয়েছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক হিসেবে তখন সফলতা দেখি—যখন আমাদের মিছিলে অনেক লোকজন, মিছিল অনেক লম্বা হয়।'

'আমাদের মাঝে কেউ যদি জনসমর্থন কমে যায় এমন কাজ করে, তাকে এড়িয়ে যেতে হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা এ দেশের ২০ কোটি মানুষের সামনে কমিটমেন্ট দিয়েছি ৩১ দফার মাধ্যমে। আমরা তা জনগণের সমর্থনে বাস্তবায়ন করব। আমরা এমন সময় দেশ ও জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছিলাম যখন স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কথা বলার সাহস করতো না কেউ। কিন্তু আমরা স্বৈরাচারীর রক্তচক্ষু উপেক্ষা করে ৩১ দফা দিয়েছি।'

তারেক রহমান বলেন, 'যতগুলো রাজনৈতিক সরকার বাংলাদেশ পরিচালনা করেছে, হিসাব করলে জনগণের কল্যাণের জন্য সবচেয়ে বেশি কাজ বিএনপি করেছে। এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা রয়েছে।'

তিনি বলেন, 'রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করেছে এই দল। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও বিদেশে রপ্তানি, খাল খনন, কৃষক পানি সমস্যার সমাধান করা, নারী শিক্ষা, অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করতে কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিল্পায়ন বিপ্লব ঘটানোর জন্য সংস্কার ও কাজ করেছি। বিভিন্ন কথা বলতে পারে ভিন্ন মতের মানুষ। গণতান্ত্রিক দেশের ভিন্ন মত থাকতেই পারে। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করব।'

সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার অভিমত ব্যক্ত করেন তিনি।

এর আগে, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

16h ago