প্রিমিয়ার লিগে রানবন্যার সুবাদে বাংলাদেশের টেস্ট দলে এনামুল

Anamul Haque Bijoy
ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হতাশাজনক হারের দিনই চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিবি। সেখানে ডাক পেলেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগে চারটি সেঞ্চুরিসহ রানবন্যা বইয়ে দেওয়া ব্যাটার এনামুল হক বিজয়। তার পাশাপাশি স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সিলেট টেস্টের স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে ব্যাটার জাকির হাসান ও গতিময় পেসার নাহিদ রানাকে। আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সমতায় ফেরার চ্যালেঞ্জ।

এনামুল সবশেষ টেস্টে খেলেছেন ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে। অর্থাৎ প্রায় তিন বছর পর বাংলাদেশের সাদা পোশাকের দলে ফিরেছেন তিনি। ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত ৫ টেস্ট খেলে ১০ গড়ে করেছেন ১০০ রান। নামের প্রতি সুবিচার করতে না পারায় নেই কোনো সেঞ্চুরি বা হাফসেঞ্চুরি।

ঘরোয়া পর্যায়ে চলতি প্রিমিয়ার লিগে অবশ্য এনামুল আছেন দুর্দান্ত ছন্দে। অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি আসরের শীর্ষ রান সংগ্রাহক তিনি। ১৪ ম্যাচে চারটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ৮৭৪ রান। তার গড় ৭৯.৪৩ ও স্ট্রাইক রেট ৯৭.৪৩। জাতীয় দলে ডাক পাওয়ার দিনেও শতক এসেছে এনামুলের ব্যাট থেকে। তবে মিরপুরে ১১৩ বলে ১০৮ রানের ইনিংস খেললেও আবাহনীর বিপক্ষে ১০ রানে হেরেছে তার দল গাজী গ্রুপ।

শুধু ৫০ ওভারের ক্রিকেটে নয়, সবশেষ জাতীয় লিগেও এনামুল ছিলেন সফল। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত দীর্ঘ সংস্করণের আসরে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৭ ম্যাচের ১৩ ইনিংসে ৫৩.৮৪ গড়ে করেছিলেন ঠিক ৭০০ রান। একটি সেঞ্চুরির সঙ্গে ছয়টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

দুটি পরিবর্তন আসা বাংলাদেশের স্কোয়াডের আরেকটি বদল কিছুটা হলেও চমক জাগানিয়া। প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন তানভির। বাংলাদেশের জার্সিতে ৪ টি-টোয়েন্টি খেললেও কোনো ওয়ানডেতে মাঠে নামার অভিজ্ঞতা নেই তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ ম্যাচে তানভিরের শিকার ১৩৪ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ছয়বার। ম্যাচে একবার পেয়েছেন ১০ উইকেট দখলের স্বাদ।

সিলেট টেস্টের স্কোয়াডে থাকলেও না খেলেই বাদ পড়েছেন জাকির। নাহিদের চট্টগ্রাম টেস্টে না থাকা আগে থেকেই নিশ্চিত ছিল। বিসিবির ছাড়পত্র পাওয়ায় তিনি খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ড্রাফট থেকে তাকে নিয়েছে পেশোয়ার জালমি। গোল্ড ক্যাটাগরিতে থাকায় তার পারিশ্রমিক ৫০ হাজার ডলার।

বাংলাদেশ দলে স্পিনারের সংখ্যা বেড়ে হয়েছে চারজন। তানভিরের আগে থেকে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের (আগের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) পিচ কেমন হতে পারে, সেটার সম্ভাব্য ধারণা মিলতে পারে এখান থেকে।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

Bangladesh is likely to benefit from reduced US tariffs on garment exports under a new clause that incentivises the use of American materials, potentially enhancing the country’s competitiveness in the US market.

1h ago