জব্বারের বলীখেলা বিকেল ৩টায় শুরু, অংশ নিচ্ছেন ১৪৭ বলী

চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রস্তুত হচ্ছে জব্বারের বলীখেলার মঞ্চ। ছবি: রাজিব রায়হান/স্টার

বছর ঘুরে আবার এসেছে ১২ বৈশাখ, আবার জমতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। আজ শুক্রবার বিকেল ৩টায় বন্দরনগরীর লালদীঘি ময়দানে বসছে জব্বারের বলীখেলার ১১৬ তম আসর।

১৯০৯ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে এই খেলার আয়োজন। এবারের আসরে অংশ নিচ্ছেন ১৪৭ জন বলী (কুস্তিগীর)। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরাও।

আয়োজকরা জানান, গত আসরের চার সেমিফাইনালিস্ট বাঘা শরীফ, রাসেল, রাশেদ এবং সৃজন চাকমাও এবারের বলী খেলায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদের সঙ্গে থাকছেন রুবেল চাকমাও। যিনি ইতোমধ্যেই কয়েকটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বেশ সাড়া জাগিয়েছেন। 

ছবি: রাজিব রায়হান/স্টার

জব্বারের বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি ময়দানের আশপাশের দেড় কিলোমিটার এলাকাজুড়ে বসেছে বৈশাখী মেলা। বর্ণিল হয়ে উঠেছে পুরো এলাকা।

খেলা সংশ্লিষ্টদের ভাষ্য, এবারের আসর গতবারের চেয়ে বেশি জমজমাট হওয়ার আভাস দিচ্ছে।

এ বিষয়ে জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল দ্য ডেইলি স্টারকে বলেন, 'জব্বারের বলীখেলার ১১৬ তম আসর উপলক্ষে ইতোমধ্যেই বলীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এবার ১৪৭ জন বলী রেজিস্ট্রেশন করেছেন। জাতীয় পর্যায়ের বলীরাও এবারের আসরে অংশ নিচ্ছেন। এবারের আয়োজন বেশ আকর্ষণীয় হবে বলে আশা করছি।'

 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

3h ago