আইপিএল ২০২৫

মেগা নিলামে করা ভুলে ভুগছে চেন্নাই, মেনে নিলেন ফ্লেমিং

stephen fleming

৯ ম্যাচে ৭ হার, এরমধ্যে ঘরের মাঠ চিপকেই টান হার চারটি। এবার আইপিএলের প্লে অফের লড়াই থেকে অনেকটা ছিটকে গেছে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। তাদের ক্রমাগত এই ব্যর্থতার পেছনে মেগা নিলামে নিজেদের কিছু ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করলেন কোচ স্টিভেন ফ্লেমিং।

শুক্রবার রাতে নিজেদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে কোন লড়াই করতে না পেরে ৫ উইকেটে হারে মহেন্দ্র সিং ধোনির দল। খাতায় কলমে টিকে থাকলেও এই হারে কার্যত তাদের প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেছে। ১০ দলের পয়েন্ট টেবিলে চেন্নাই পড়ে আছে একদম তলানিতে।

পাঁচবারের চ্যাম্পিয়নদের কেন এমন দশা? এর পেছনে গত বছর নভেম্বরে মেগা নিলামের দিকে ইঙ্গিত উঠছে। সেটা স্বীকারও করে নিলেন ফ্লেমিং। জেদ্দায় নিলামে ২০ জন খেলোয়াড় কিনেছিলো চেন্নাই। তবে তাতে ছিলো না কন্ডিশন ও দলের সমন্বয় চিন্তায় বুদ্ধির ছাপ। টপ অর্ডারে বিদেশি বিস্ফোরক কোন ব্যাটার না থাকা, দেশিদের মধ্যেও পড়তি ও আনকোরা তরুণদের দিকে ঝুঁকে ভুগছে দলটি।

শুক্রবারের হারের পর সংবাদ সম্মেলনে কুড়ি ওভারের ক্রিকেটের ক্রমাগত বিকশিত হওয়ার স্রোতে তাদের সামিল হতে না পারার ব্যর্থতা তুলে ধরেন, 'আমাদের পারফরম্যান্সের বিচারে আমরা পুরোপুরি ঠিক ছিলাম বলা কঠিন। আমরা আমাদের খেলার ধরন এবং খেলার বিকাশের ক্ষেত্রে বিস্তারিতভাবে পর্যালোচনা করছি।'

এরপরই নিলামের প্রসঙ্গে আসেন ফ্লেমিং। সেখানে যে তারা কিছু ভুল করেছেন তা মেনে নেন তিনি,  'অন্য দলগুলো আরও ভালো করেছে (নিলামে) এবং নিলামের উদ্দেশ্য সেটাই। কিন্তু আমরা ঠিকভাবে কাজটা করতে পারিনি। তাই উপর থেকে নিচ পর্যন্ত দায়িত্ব নিতে হয় এবং তারপর খেলোয়াড়দের কাছ থেকে আরও একটু বেশি আশা করতে হয়।'

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচটা করে শিরোপা জিতেছে চেন্নাই ও মুম্বাই। ম্যাচ জয় সংখ্যার দিক থেকেও উপরের দিকে অবস্থান তাদের। বিশেষ করে চেন্নাইতে নিজেদের মাঠে দলটি এক সময় ছিলো প্রায় অজেয়। এখন সেখানেই তাদের নিয়মিত ভরাডুবি চলছে।

এর আগে নিলামেও তুখোড় বাজিমাত করতে দেখা যেত চেন্নাইকে। এবারের  নিলামের ভুল মেনে নিলেও নিজেদের পরিকল্পনায় এখনো আস্থা রাখতে চান এই কিউই,  'এটা পুরোপুরি বিজ্ঞানসম্মতও নয় (সব সময়ই ভালো করা)। নিলাম একটি খুব পরিবর্তনশীল প্রক্রিয়া। এটা ২৫টা বাড়ি কেনার মতো, তাই শেষে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। আমি এখনও মনে করি আমাদের একটি ভালো দল আছে। আমরা খুব বেশি দূরে নেই (সাফল্য থেকে)।'

সাফল্য থেকে দূরে না থাকলে এই আসরে আর মিরাকলের সম্ভাবনা কম। হয়ত পরের মৌসুমে গুছিয়ে ঠিকই দাপটে ফিরতে পারে দলটি।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago