গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত ১, শিশুসহ দগ্ধ ৪

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের বাসন থানা এলাকায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

আজ সোমবার সকালে গাজীপুরের বাসন থানার এস আই মোহাম্মদ সজিব খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল সন্ধ্যা সাতটায় বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে সিমা (৩০) মারা যান।

তিনি আরও বলেন, চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের কার কত শতাংশ পুড়ে গেছে তা জানা যায়নি।

তারা হলেন-পারভীন (৩৫), তাসলিমা (৩০), তানজিলা (১০) ও আইয়ান (দেড় বছর)।

Comments