লিভারপুলের ঐতিহাসিক দিনের সেরা ২০ ছবি

রেকর্ড ছোঁয়া ২০তম শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। আর্নে স্লটের দলের অবিশ্বাস্য এই দিনের আনন্দময় মুহূর্তগুলোকে দারুণভাবে ফুটে উঠেছে নানা ছবিতে। তার সেরা ২০টি ছবি তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের সমর্থকদের জন্য...

ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে গিয়েছিল উদযাপন।

প্রথমদিকে গোল খেয়ে কিছুটা ধাক্কা খেলেও, খুব বেশি সময় লাগেনি লিভারপুলকে ছন্দ খুঁজে পেতে।

এরপর পুরোপুরি শুরু হলো উল্লাসের উৎসব...

*প্রতিটি ছবি নেওয়া হয়েছে রয়টার্স ও এএফপি থেকে

Comments

The Daily Star  | English

Liberation War a founding pillar of the state: Nahid Islam

Clarifies NCP's stance opposing religious extremism, secularist ideologies

58m ago