স্লটের 'সবচেয়ে সুন্দর ম্যাচে' বিদায় লিভারপুলের

ভাগ্য হয়তো এটাকেই বলে। প্যারিসে দুর্দান্ত খেলেও জয় পায়নি পিএসজি। মাত্র একটি শট করে সেটা থেকেই গোল আদায় করে জয় পেয়েছিল লিভারপুল। আর অ্যানফিল্ডে অসাধারণ পারফরম্যান্সের পর জয় পায়নি তারা। শেষ পর্যন্ত টাই-ব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো রেডরা।

তবে পিএসজি বিপক্ষে টাইব্রেকারে এই হারকে 'সবচেয়ে সুন্দর ম্যাচ' হিসেবে বর্ণনা করেছেন লিভারপুলের কোচ আর্নে স্লট। গত সপ্তাহে প্যারিসে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের ১২তম মিনিটে উসমান দেম্বেলের গোলের সুবাদে সমতা ফেরায় পিএসজি।

একাধিক দারুণ সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি লিভারপুল, ফলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ডারউইন নুনিয়েজ ও কার্টিস জোনসের শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা, আর শেষে ডেজিরে দোয়ে গোল করে ৪-১ ব্যবধানে পিএসজির জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্লট বলেন, 'এটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর ফুটবল ম্যাচ। অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল, বিশেষ করে গত সপ্তাহের ম্যাচের তুলনায়। হয়তো আমাদের ভাগ্য সহায় ছিল না, কারণ ব্যবধান খুবই কম ছিল।'

'আমরা একদম নিখুঁত ম্যাচ খেলেছি, শুধু গোলটাই আসেনি। এটা অনেকটা প্যারিসের ম্যাচের মতো, যেখানে ওরা নিখুঁত খেলেছিল কিন্তু গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে তারা হয়তো আমাদের চেয়ে কিছুটা ভালো খেলেছে,' যোগ করেন এই কোচ।

এই পরাজয়ের ফলে ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলো লিভারপুলের। তবে এখনও ঘরোয়া ডাবল জয়ের সুযোগ রয়েছে তাদের। প্রিমিয়ার লিগে ১৫ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় তারা প্রায় নিশ্চিতভাবেই শিরোপা জিততে চলেছে। এছাড়া রবিবার ওয়েম্বলিতে নিউক্যাসলের বিপক্ষে কারাবাও কাপের ফাইনালে মুখোমুখি হবে দলটি।

লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক স্বীকার করেন, 'আমরা বেশ ভালো খেলেছি, এবং যতদূর সম্ভব যেতে চেয়েছিলাম, তবে যখনই পিএসজির সঙ্গে ড্র হয়, তখনই বুঝেছিলাম কাজটা কঠিন হবে। প্যারিসে আমরা লড়াই করেছিলাম এবং জিতেছিলাম। আজকে দুর্দান্ত এক লিভারপুলকে দেখা গেল, কিন্তু আমরা শেষ পর্যন্ত ছিটকে গেছি।'

লিভারপুল দুর্ভাগ্যের শিকার হয়েছে তা মনে করেন পিএসজি কোচ লুইস এনরিকও, 'দুই দলই পরবর্তী ধাপে যাওয়ার যোগ্য ছিল। তারা আজ আমাদের চেয়ে ভালো খেলেছে, কিন্তু আমার দল অ্যানফিল্ডের মতো ঐতিহাসিক স্টেডিয়ামে দারুণ ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তা দেখিয়েছে। এটি আমাদের প্রকৃত শক্তিরই প্রতিফলন।'

Comments

The Daily Star  | English

Tribunal-2 to be formed to expedite trials: ICT Adviser

Alam did not elaborate on the specific legal amendments or timeline for the formation of the new tribunal

52m ago