২৬০ মিলিয়ন বার শোনার রেকর্ড গড়ল জিমিনের ‘লাই’

কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জিমিনের 'লাই' গত সপ্তাহে স্পটিফাইতে ২৬০ মিলিয়ন বার শোনার মাইলফলক গড়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোরিয়া হেরাল্ডের তথ্য অনুযায়ী, এটি তার প্রথম একক ও ২০১৬ সালে প্রকাশিত বিটিএসের দ্বিতীয় পূর্ণ অ্যালবাম 'উইংস'-এ গানটি ছিল। জিমিন গানটির সুর করেছেন ও সহরচয়িতা।
এদিকে প্রথম কে-পপ একক হিসেবে জিমিনের দ্বিতীয় একক অ্যালবাম 'মিউজ' এবং ফোকাস ট্রাক 'হু' যুক্তরাষ্ট্রে স্পটিফাইয়ের সাপ্তাহিক শীর্ষ অ্যালবাম চার্ট ও গানের চার্টে টানা ৪০ সপ্তাহের বেশি শীর্ষ অবস্থান ধরে রেখেছে। 'হু' টানা ২৮০ দিন ডেইলি টপ গানের চার্টে কে-পপ একক হিসেবে শীর্ষ এককের রেকর্ড গড়েছে।
Comments