চট্টগ্রাম টেস্ট

সকালে হালকা বৃষ্টির পর ফের খেলা শুরু

Rain at Chattogram
ছবি: স্টার

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকাল থেকেই আকাশ ছিলো মেঘলা। ঘন কালো মেঘে ঢাকা আকাশে খেলা সময়মতই শুরু হয়েছিলো। তবে খেলা হলো স্রেফ ১২ মিনিট, এরপরই নামে বৃষ্টি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তা। 

বুধবার তৃতীয় দিনের সকালে ২.৪ ওভার খেলার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়।  এই সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩০৩ রান। জিম্বাবুয়ে থেকে বাংলাদেশের লিড ৭৬ রানের। বৃষ্টি অবশ্য বেশি স্থায়ী হয়নি, ১৮ মিনিট বন্ধের পর ১০টা ৩০ মিনিটে ফের খেলা শুরু হয়েছে।

আগের দিনের ৭ উইকেটে ২৯১ রান নিয়ে নামে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম তাদের জুটি আরও বড় করছেন। বৃষ্টি নামার আগে ৮ম উইকেটে তারা যোগ করেছেন ২৪ রান।  

Comments