জিআই স্বীকৃতি পেল জামুর্কীর সন্দেশ, মুন্সীগঞ্জের পাতক্ষীর ও নরসিংদীর লটকন

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর কালিদাসের সন্দেশ, মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টান্ন পাতক্ষীর এবং নরসিংদীর ফল লটকন।
আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা এবং ট্রেডমার্ক বিভাগ আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জামুর্কীর সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত মুন্সীগঞ্জের পাতক্ষীরের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন এবং নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী নরসিংদীর লটকনের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন।
Comments