টি-টোয়েন্টির নেতৃত্ব পাচ্ছেন লিটন?

Litton Das
লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ

আগামী বেশ কিছুদিন কেবল টি-টোয়েন্টি সংস্করণে ব্যস্ত থাকবে বাংলাদেশ। চলতি বছরও সংক্ষিপ্ততম সংস্করণেই খেলাই বেশি। তবে এই সংস্করণের নেতৃত্বের জায়গাটা এখনো ফাঁকা। নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এখনো কাউকে স্থায়ী দায়িত্ব দেয়নি বিসিবি। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে সেই দায়িত্ব পেতে যাচ্ছেন কিপার ব্যাটার লিটন দাস।

চলতি মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে পাকিস্তানে গিয়ে খেলবে পাঁচ ম্যাচের সিরিজ। মূলত পাকিস্তান সফরে যাওয়ার আগে আমিরাতের ম্যাচগুলো এক রকম গা গরমের মতন। যদিও আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় এই সিরিজ থেকেই নতুন অধিনায়ককে দায়িত্ব দেওয়া জরুরি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার জেরে শান্ত আর এই সংস্করণ চালিয়ে যেতে চাননি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন লিটন, বাংলাদেশও জেতে সিরিজ। লিটন ব্যাট হাতে নিষ্প্রভ থাকলেও তার অধিনায়কত্বের প্রশংসা করেন খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর পুরো আসরের জন্য ছাড়পত্র পেয়েছিলেন লিটন। তবে আঙুলের চোটে টুর্নামেন্টের আগেই দেশে ফিরে আসতে হয় তাকে। এই চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি ডানহাতি ওপেনার। পিএসএল খেলতে পারেননি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না। তবে আমিরাত সিরিজ সিরিজ দিয়েই লিটনের ফেরার কথা। শনিবার লিটনের আঙুলে করা হবে আরেকটি পরীক্ষা, তাতে কোন সমস্যা না থাকলে তিনি স্কিল অনুশীলন শুরু করে দেবেন।

লিটন পুরোপুরি ফিট হওয়ার উপরও বিসিবির টি-টোয়েন্টির নেতৃত্ব ঘোষণা নির্ভর করছে। তিনি যদি কোন কারণে শতভাগ ফিট না হন তাহলে বিসিবিকে পড়তে হবে বিড়ম্বনায়। কারণ টি-টোয়েন্টির অধিনায়কত্বের বিবেচনায় থাকা অন্য যে নাম সেই তাসকিন আহমেদও আছেন চোটে। তাসকিন বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির একমাত্র এ+ গ্রেডের খেলোয়াড়। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া যায়নি তাসকিনকে। যুক্তরাজ্যে চিকিৎসকের পরামর্শ নিতে যাওয়া এই পেসার আরও কিছুদিন দলের বাইরে থাকবেন।

তাসকিন-লিটন ছাড়া তাওহিদ হৃদয়ের কথাও আলোচনায় এনেছিলেন কেউ কেউ। তবে সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে একাধিক শৃঙ্খলাভঙ্গ করে নিজের ভাবমূর্তি তলানিতে নিয়ে গেছেন হৃদয়। এমনিতে দলের জুনিয়র ক্রিকেটার এখনো তিনি, তার উপর শৃঙ্খলাভঙ্গের শাস্তি পাওয়ায় আপাতত তার কথা নেতৃত্বের ভূমিকায় বিবেচনায় নেওয়া হচ্ছে না।

পর পর আগামী দুটি টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্পের স্কোয়াড ঘোষণার সঙ্গে জানিয়ে দেওয়া হতে পারে নতুন অধিনায়কের নাম। সেই সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে লিটন। 

 

Comments

The Daily Star  | English
National Consensus Commission Holds Talks with BNP, Jamaat, and NCP

Parties split over ‘pluralism’, nat’l constitutional council

The National Consensus Commission’s talks with major political parties have yielded a broad consensus on key issues such as caretaker government system and a bicameral parliament, but the parties remain divided on some sensitive questions.

11h ago