গ্রেনেড হামলা: তারেক, বাবরদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৬ মে

২১ আগস্টের গ্রেনেড হামলা সংক্রান্ত দুটি মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদেরকে হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য আগামী ৬ মে তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি তিন সদস্যের বেঞ্চে আজ দুটি লিভ টু আপিল পিটিশনের শুনানির জন্য নির্ধারিত ছিল। পরে আদালত সেগুলোর শুনানির জন্য ৬ মে তারিখ ধার্য করেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ, যিনি আজ বেঞ্চে উপস্থিত ছিলেন না, পিটিশনগুলোর শুনানি নিয়ে নিষ্পত্তি করবেন।
গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা সংক্রান্ত দুটি মামলায় দণ্ডিত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এবং অন্য সকলের খালাস দেন।
হাইকোর্ট ৪৯ আসামির বিরুদ্ধে নিম্ন আদালত যে রায় দিয়েছিলেন সেটিও বাতিল করে দেন।
মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য বিচারিক আদালতের নথি (ডেথ রেফারেন্স) এবং কিছু আসামির করা আপিলের শুনানি শেষে বেঞ্চ ওই রায় দেয়।
এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দুটি পৃথক লিভ টু আপিল পিটিশন দাখিল করে।
Comments