কোনো ভুল সিদ্ধান্তে যাতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশে আর যাতে চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়—সে ব্যাপারে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে 'গণঅভ্যুত্থান-২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, 'জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে।'

তিনি বলেন, 'আপনাদের-আমাদের, আমাদের সবার কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, 'সাম্প্রতিক সময়ে দেশে কিছু নৃশংস এবং অনাহুত ঘটনা জনমনে অন্তবর্তীকালীন সরকারের অক্ষমতাকে ক্ষেত্রবিশেষে প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তবর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কি না সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায়, এই বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে।'

'অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি না কোনো কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উস্থাপন বিছিন্ন বক্তব্য হিসেবে বোধ হয় দেখার আর কোনো সুযোগ নেই। তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) প্রতিশ্রুত সম্ভাব্য সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাচ্ছে কি না এই ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতান্ত্রিক জনগণের প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি জানাই আহ্বান,' বলেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, 'বাংলাদেশে গণতন্ত্রকামী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ ও স্বাধীন হয়।'

Comments

The Daily Star  | English

All forms of politics banned at DU halls: proctor

All overt and covert political activities have been banned at DU halls under the July 17, 2024 framework

52m ago