ঈদুল আজহার ছুটি ১০ দিন: প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় পবিত্র ঈদুল আজহায় ১০ দিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন।
সেখানে তিনি আরও লিখেছেন, উপদেষ্টা পরিষদের সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও জানিয়েছেন, ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুইদিন অফিস খোলা থাকবে।
ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নয় দিন ছুটি ছিল। এবার ছুটির সংখ্যা আরও বেড়ে হচ্ছে ১০ দিন।
Comments