এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাসকিনের

কদিন আগেই অ্যাকিলিস টেনডনের সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ  শেষে জানা গেছে আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার।

তাসকিনের সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তাসকিনকে পর্যালোচনা করেছেন একজন গোড়ালির সার্জন, একজন স্পোর্টস ফিজিশিয়ান ও একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। বিস্তৃত মূল্যায়নের পর চিকিৎসক দল সম্মিলিতভাবে মত দিয়েছেন, এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

তবে পরিবর্তে, অস্ত্রোপচারবিহীন একটি পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হবে বাংলাদেশ জাতীয় দলের মেডিকেল ও ফিজিক্যাল সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে। মঙ্গলবার এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে দেবাশীষ চৌধুরী বলেন, 'বিশেষজ্ঞদের মতে, তাসকিনের জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক, অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা। তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেনডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে। আমরা তাসকিনের উন্নতির ব্যাপারে আশাবাদী।'

যদি নির্ধারিত রিহ্যাব ঠিকভাবে সম্পন্ন করতে পারেন তাসকিন। তবে জুনের শুরুতেই তার ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

6h ago