ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে ভূমিকা রাখতে চায় যুক্তরাজ্য ও চীন

পাকিস্তানে আধা-সামরিক বাহিনীর সদস্যরা সরকারি ভবন পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
পাকিস্তানে আধা-সামরিক বাহিনীর সদস্যরা সরকারি ভবন পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি

পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। যার ফলে ভারত-পাকিস্তানে বিরাজ করছে চরম অস্থিতিশীল ও অস্থির পরিস্থিতি। ওই অঞ্চলের সংঘাত নিরসন ও শান্তি ফিরিয়ে আনতে অগ্রগামী ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাজ্য ও চীন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

যুক্তরাজ্য

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস জানান, দেশটি ভারত-পাকিস্তানের সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী।

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস। ছবি: রয়টার্স

বিবিসি রেডিওকে রেনল্ডস বলেন, 'আমাদের বক্তব্য হল, আমরা দুইটি দেশেরই বন্ধু ও অংশীদার। আমরা উভয় দেশের প্রতি সমর্থন জানাতে প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে সহায়তা করার সহ যেকোনো ধরনের সহায়তার জন্য আমরা ইচ্ছুক ও প্রস্তুত।'

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ব্রিটিশ নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে অন্তত আট কিলোমিটার ও নিয়ন্ত্রণরেখা থেকে অন্তত ১৬ কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।'

চীন

আজ বুধবার চীন জানিয়েছে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে অস্থিরতা দূর করতে 'গঠনমূলক ভূমিকা' পালন করতে আগ্রহী।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ছবি: সংগৃহীত
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, 'আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এবং চলমান অস্থিরতার নিরসনে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে চাই।'

সর্বশেষ পরিস্থিতি

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

অপরদিকে, ভারতীয় বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা ভূমিকা সিং ব্রিফিংয়ে বলেছেন, সন্ত্রাসীদের নয়টি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘাঁটিগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে।

ভারতের হামলার ফলে উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ব নেতারা উদ্বেগ, আশঙ্কা প্রকাশ অব্যাহত রেখেছেন।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago